ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বেনাপোল সীমান্তে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে বুধবার সকালে অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা। 

বিজিবি জানায়, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায়, মাদক চোরাকারবারিরা একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে পুটখালি সীমান্তের ১৭/৭ এস এর ১৭৪ আর পিলার হতে আনুমানিক ১০০ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মজুদ করছে।  

এ সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৯৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ধ্বংস করার জন্য খুলনা ব্যাটালিয়নে পাঠানো হবে।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি